রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
রফিকুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি।
ভারতের অযোধ্যায় ৫০০ শত বছরের পুরনো ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে রাম মন্দিরের নির্মাণকাজ শুরু করেছে নরেন্দ্র মোদি সরকার । ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গেল নভেম্বরে সুপ্রিম কোর্টের এক রায়ে বাবরি মসজিদ-রাম মন্দির নিয়ে দীর্ঘ বিরোধের নিষ্পত্তি হয়।
এতে, বাবরি মসজিদের স্থানে মন্দির নির্মাণের অনুমতি দিয়ে মসজিদের জন্য ভূমি বরাদ্দ দেয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ।
নানা সমালোচনার মুখেই বিতর্কিত অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করতে ৪০ কেজি রূপার ইট ব্যবহার করে ৫ আগস্ট মন্দিরের ভিত্তি স্থাপনের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মূল অনুষ্ঠানের তিনদিন আগে থেকেই অযোধ্যায় ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয়।
বাবরি মসজিদ-রাম মন্দির নিয়ে হিন্দু-মুসলমানের শতাব্দী প্রাচীন বিরোধের আইনি নিষ্পত্তি হয় গত বছরের নভেম্বরে। ভারতের সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চের রায়ে অযোধ্যার বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণ ও বিকল্প স্থানে মুসলমানদের মসজিদ নির্মাণের জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মন্দির নির্মাণে একটি ট্রাস্ট গঠনের নির্দেশনাও দেওয়া হয় ওই রায়ে। ৯০ দশকের শুরু দিকে বেশ কিছু উগ্র হিন্দুদের হামলায় ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ। এ নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম হয়।
এদিকে করোনা মহামারী রোধে ঘোষিত বিধিনিষেধ দ্বিতীয় ধাপে তুলে নিয়ে ভারতে ধর্মীয় স্থানগুলো খুলে দেওয়ার পর গত ৮ জুন অযোধ্যায় অস্থায়ীভাবে নির্মিত মন্দিরটি দর্শণার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এর আগে মার্চ মাসে সেখানে রাম মূর্তি স্থাপন করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গত কয়েক দশক ধরে ওই মূর্তিটি একটি টিনের অবকাঠামোর ওপর রাখা ছিল।
বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের মধ্যেই গত (২০ জুন) অযোধ্যায় বহুল আলোচিত বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে হঠাৎ লাদাখে ভারত-চীন সীমান্ত যুদ্ধ উন্মাদনা তৈরি হওয়ায় রাম মন্দির নির্মাণের কাজ সাময়িক সময়ের জন্য স্থগিত রাখার ঘোষণা দেয় ট্রাস্ট।
প্রস্তাবিত মন্দিরটি হবে নির্মিত হবে মোট ১২৫ ফুটের। যদিও তা বাড়িয়ে ১৬০ ফুট করার প্রস্তাব আসে নানা মহল থেকে। মন্দিরের প্রথম তলা হবে ১৮ ফুটের। সেখানে থাকবে রাম লালার মূর্তি। দ্বিতীয় তলা হবে ১৫ ফুট ৯ ইঞ্চির। সেখানে গড়ে তোলা হবে রামের দরবার।
বাবরি মসজিদের ভেঙ্গেঁ রাম মন্দির স্থাপনে মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে অনেকে বলেছেন তুরস্কের আয়াসোফিয়া যদি মসজিদে রুপান্তরিত হয়েছে তাহলে রাম মন্দির একদিন আবারো তার ঐতিহ্যে ফিরে বাবরি মসজিদে রুপান্তরিত হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।