মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
তাপস কর,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি।
ময়মনসিংহ বিভাগের শেরপুরের নকলায় ভোগাই নদে ডুবে যাওয়ার ১৮ ঘণ্টা পর এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রের নাম মো. পলাশ মিয়া (২১)। তিনি উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা উত্তরপাড়া গ্রামের আবদুল বারেকের ছেলে। তিনি নকলা হাজী জালমামুদ কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আজ শনিবার সকাল সাতটার দিকে উপজেলার বিড়নের ঘাট ব্রীজপাড় এলাকা থেকে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে। এর আগে গতকাল শুক্রবার দুপুরে বিড়নের ঘাট ব্রিজপাড়ে গোসল করতে গিয়ে পলাশ নিখোঁজ হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে পলাশ কয়েকজন বন্ধুর সঙ্গে ভোগাই নদে গোসলের জন্য বিড়ন ঘাট ব্রিজপাড়ে যান। গোসল শেষে সবাই যাঁর যাঁর মতো বাড়ি ফিরে গেলেও পলাশ সবার অজান্তে পানিতে ডুবে নিখোঁজ থাকেন। সন্ধ্যা হয়ে গেলেও পলাশ বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন ও এলাকাবাসী গতকাল রাতে নদীতে তাঁর সন্ধান শুরু করেন। অবশেষে আজ সকালে জামালপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিড়নের ঘাট ব্রিজপাড় এলাকায় নদ থেকে পলাশের লাশ উদ্ধার করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ দুপুরে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলার প্রক্রিয়া চলছে
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।