শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
এম আর এমরান
প্রতিনিধিঃ পেকুয়া,কক্সবাজার।
পেকুয়া উপজেলার শীলখালীর কাঁচারীমুড়া এলাকায় স্থানীয় যুবকরা মিলিত হয়ে শ্রম ও অর্থযোগাড় করে চলাচলের রাস্তা সংস্কার করেছে। চলাচলের একমাত্র রাস্তাটি বড় গাড়ীর চলাচল করায় প্রায় অংশে ভেঙ্গে গেছে এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন রাস্তার এমন হাল দেখে স্থানীয় যুবকরা একত্রিত হয়ে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছে। সেচ্ছাশ্রম ও অর্থ দেওয়া কয়েকজন যুবককে সাথে যোগাযোগ করা হলে তারা জানায়,,
আমাদের রাস্তাটি বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে ভাঙ্গা শুরু হয়েছে। তা ভাঙ্গতে ভাঙ্গতে এমন অবস্থা হয়েছে যে, গত ০৮/০৭/২০২০ তারিখের পর থেকে এই রাস্তাটি দিয়ে চলাচলা করার মত কোন উপায়ই ছিল না। এমন কি গত ১০/০৭/২০২০ রাত ১২টার সময় একজন ডেলিভারী রোগি হাসপাতলে নেওয়ার সময় সিএনজি আটকে যায়। যা ১ ঘন্টা ধরে চেষ্টা করার পরও তুলা সম্ভব হয়নি। এই অবস্থা দেখে গতকাল ১৭/০৭/২০২০ জুমার নামাজের পর এলাকার সবাইকে নিয়ে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐখানে একটা সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তটা হল–আমরা যারা ছোট গাড়ী চালাই এবং নিয়মিত চলাফেরা করি তাদের সাথে স্থানীয় যুবকরা মিলে আর্থিক সহযোগিতা ও শ্রমের মাধ্যমে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তাটির সংস্কার কাজ শুরু করি। সরকারী ভাবে কোন অনুদানের জন্য আমরা অপেক্ষা না করে নিজেদের মাধ্যমে কাজটা শেষ করেছি। আমরা সকলের দোয়া ও সহযোগিতা চাই যাতে ভবিষ্যতে আমরা এলাকার উন্নয়নে এগিয়ে আসতে পারি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।