রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সরকার কর্তৃক নন-এমপিও শিক্ষক-কর্মচারী ও গ্রাম পুলিশসহ ৩৭৫জনের মাঝে প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার ১৮ জুলাই ২০২০ দুপুরে মেলান্দহ উপজেলা প্রশাসনে আয়োজনে মির্জা আজম অডিটরিয়ামে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি এ চেক বিতরণ করেন। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার তামিম আল ইয়ামীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান ও পৌর মেয়র শফিক জাহিদ রবিন।
অনুষ্ঠানে ৩৭৫ জনের মধ্যে এই অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এদের মধ্যে শিক্ষকদেরকে ৫ হাজার টাকা ও কর্মচারীদেরকে ২ হাজার ৫শত টাকা এবং গ্রাম পুলিশদেরকে ৫ হাজার টাকা করে মোট ১৬ লক্ষ টাকা বিতরণ করা হয়।
প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে মেলান্দহ উপজেলার বিভিন্ন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-কর্মচারীসহ গ্রাম পুলিশের সদস্য ও আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।