রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
তাপস কর,ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়ন কাজ শুরু।
ময়মনসিংহের গৌরীপুরে প্রায় পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে পিডিবির বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়ন কাজ শুরু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর ১২ টায় গৌরীপুর সরকারি কলেজে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, বিউবোর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের ময়মনসিংহ জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ রায়হান নবী খান, বিক্রয় বিতরণ বিভাগ-৩ ময়মনসিংহ জোনের নির্বাহী প্রকৌশলী এস এম মোস্তফা জামাল, প্রকল্প প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, গৌরীপুর আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী নিরঞ্জন কুন্ডু, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ঠিকাদার ইঞ্জিনিয়ার কামাল হোসেন জুয়েল প্রমুখ।
গৌরীপুর আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী নিরঞ্জন কুন্ডু বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) আওতাধীন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প ময়মনসিংহ জোনের উদ্যোগে প্রায় পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে গৌরীপুরে পিডিবির বিদ্যুৎ লাইন সঞ্চালনের এ উন্নয়ন কাজ শুরু হয়েছে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে গৌরীপুরে পিডিপির বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে জানান তিনি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।