রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন
ক্রীড়া ডেস্কঃ গত বছর কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন লিওনেল মেসি। যে কারণে আগামী ২৬ মার্চ ২০২২ ফিফা বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে কিং লিওকে পাচ্ছে না আর্জেন্টিনা। তারপরও এ তারকাকে দলে রেখেছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২৩ সদস্যের এই দলে আরও রয়েছেন ৩২ বছর বয়সি ম্যানসিটি তারকা সার্জিও আগুয়েরো, জুভেন্টাস ফরোয়ার্ড পাউলো দিবালা ও ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ।
২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর আর বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য মঙ্গলবার ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দলে রয়েছেন মেসি। যদিও নিষেধাজ্ঞার কারণে ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলতে পারবেন না তিনি। তবে ৩১ মার্চ বলিভিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দেখা যাবে ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ডকে। তবে এবারও লিওনেল স্কালোনির দলে জায়গা হয়নি পিএসজির দুই তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া ও মাউরো ইকার্দির।
দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে ২৬ মার্চ বুয়েন্স এইরেসে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ৫ দিন পর লা পাজে আলবিসেলেস্তদের প্রতিপক্ষ বলিভিয়া। ইতালিতে করোনা প্রাদুর্ভাবে সব ধরনের খেলা বন্ধ রয়েছে। এর পরেও কোচ লিওনেল স্ক্যালোনি দলে রেখেছেন সিরি’আতে খেলা পাঁচ খেলোয়াড়কে। মেসি সবশেষবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেছিলেন গত বছরের নভেম্বরে। সে সময় ব্রাজিল ও ইকুয়েডরের বিপক্ষে বার্সেলোনার এই ফরোয়ার্ড খেলেছিলেন দুটি প্রীতি ম্যাচে।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক : হুয়ান মুসো। ডিফেন্ডার: নেহুয়েন পেরেজ, নিকোলাস ওতামেন্দি, রেনজো সারাভিয়া, জার্মান পেজেলা, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বেলের্দি। মিডফিল্ডার: গুইদো রদ্রিগেজ, এক্সেকুয়েল প্যালাসিও, রবার্তো পেরেইরা, রদ্রিগো ডি পল, মার্কোস আকুনা, লিওয়েন্দ্রো পেরেদেস, নিকোলাস ডমিঙ্গোয়েজ, জিওভানি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার। ফরোয়ার্ড: লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, লুকাস ওকামপস, লুকাস আলারিও, নিকোলাস গঞ্জালেস, পাওলো দিবালা ও লতারো মার্টিনেজ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।