বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় মোটরসাইকেল ছিনতাই কালে একটি দেশীয় লোহার তৈরী একনলা বিশিষ্ট ওয়ান শুটার গানসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার(১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৪নং মনিগ্রাম ইউপির বেড়হাসাবপুর গোরস্থান সংলগ্ন এলাকায় তাদের আটক করেন।
থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত আসামী মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের এলিম মন্ডলের ছেলে জনি ইসলাম (২০),বাউসা ইউনিয়নের আড়পাড়া কুবলিকান্দি গ্রামের মৃত ইজদার আলীর ছেলে ওয়ালিউল ইসলাম ওরফে রুমন ইসলাম (১৯) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া গ্রামের মোহর আলীর ছেলে মনিরুল ইসলাম (২০) তাদের সহযোগী পলাতক অভিযুক্তদের সহায়তায় ভিকটিম ইউসুফ আলী(১৭), সঙ্গীয় সাক্ষী জনৈক ইব্রাহীম সহ মোটর সাইকেল যোগে হাবাসপুর হতে নিজ বাড়ী লালপুর যাওয়ার কালে উপরেবির্ণত অভিযুক্তগণ বেআইনী বল প্রয়োগ করে পথরোধ ও ভয়ভীতি প্রদর্শন করে অস্ত্র ঠেকিয়ে ভিকটিমের নিকট হতে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি হিরো এক্সট্রিম ১২৫ সিসি মোটর সাইকেল জোরপূর্বক কেড়ে নেয়। ঐসময় তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন অভিযুক্তদের একটি দেশীয় লোহার তৈরী একনলা বিশিষ্ট ওয়ান শুটার গানসহ আটক করে। অপর পলাতক অভিযুক্তগণ ভিকটিমের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও হিরো এক্সট্রিম ১২৫ সিসি মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত মোবাইল ফোন ও মোটর সাইকেল উদ্ধার করা করেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান,এতদসংক্রান্তে দ্রুতচিার ও অস্ত্র আইনে আলাদা দুটি মামলা রুজু করা হয়েছে।রবিবার(১২ অক্টোবর )সকালে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com