নিজস্ব প্রতিনিধি:
দখল দূষণে মৃতপ্রায় সাতক্ষীরা শহরের প্রাণ তথা প্রাণসায়র খাল সংরক্ষণ ও অবাধ প্রবাহ নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উক্ত পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিন সমিতি (বেলা)’র আয়োজনে ও সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে পরামর্শ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।
উন্নয়ন সংস্থা স্বদেশ’ সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সভায় প্রাণসায়র খাল রক্ষায় পরামর্শমূলক বক্তব্য রাখেন অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরি, বাসদের সমন্বয়ক কমরেড নিত্যানন্দ সরকার, দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, অধ্যাপক ভারতেশ্বরী বিশ্বাস, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মুকুল, গণফোরাম, জেলা শাখার সভাপতি আলী নূর খান বাবুল, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, সিপিবির সদস্য কমরেড আবুল হোসেন, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান প্রমুখ।
বক্তারা প্রাণসায়র খাল রক্ষায় খালের দুইধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ, খালের দুই প্রান্তের সংযোগস্থলে স্লুইচ গেইট অবমুক্ত, খালে বর্জ্য না ফেলতে জনসাধারণকে সচেতন করা সহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
পরামর্শ সভা শেষে প্রাণসায়র নদী সংরক্ষণ ও অবাধ প্রবাহ নিশ্চিতে সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হোসেনকে আহবায়ক ও সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমনকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট “প্রাণসায়র খাল সংরক্ষণ কমিটি” গঠন করা হয়।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com