রফিকুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি
অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিয়ে সিলেটে করোনা সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। প্রকোপ রুখতে লকডাউনের মধ্যেও গত কয়েকদিন থেকে থামছে না করোনায় মৃত্যু। সবমিলিয়ে সিলেটে থামছে না করো না ভাইরাসের কালো থাবার ভয়বহতা।
মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় সিলেটে ৬ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনা সনাক্ত হয়েছে ৩৯৪ জনের।
এদিকে সিলেটের সরকারি বেসরকারি হাসপাতাল গুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর চাপ। আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন তাদের পরিবার। সিলেটের অধিকাংশ হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা, রয়েছে অক্সিজেনের সংকট।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ৬ জনের মধ্যে ৪ জন সিলেট জেলার। সেই সাথে সনাক্ত হওয়া ৩৯৪ জনের মধ্যে সিলেট জেলার ২৬২ জন রয়েছেন। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১১৮ জন। ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ১০ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃত্যু বরণ করেছেন ৫১৭জন। এরমধ্যে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। সিলেট জেলায় করোনায় ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারের ৪০ জন রয়েছেন।
শনিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে তিনি উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৬ জনের প্রাণহানী হয়। এরমধ্যে সিলেটের ৪ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের আরও ১ জনের প্রাণহানী হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৯৪ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ২৬২, সুনামগঞ্জের ১৩ জন, হবিগঞ্জের ৩৫ জন, মৌলভীবাজারের ৫৪ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩০ জনের করোনা সনাক্ত হয়। নতুন এই ৩৯৪ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪১ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ০৯৭ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ২৪২ জন, হবিগঞ্জে ৩ হাজার ০৮৩ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৫১৯ জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১৮ জন। এরমধ্যে সিলেট জেলার ১০৪ জন, সুনামগঞ্জে ৪ জন ও মৌলভীবাজারে আরও ১০ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৭৩২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৯৫২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮৭০ জন, হবিগঞ্জে ২ হাজার ১২৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৮১ জন সুস্থ হয়েছেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com