রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন
সীতাকুণ্ড পতিনিধি, আনোয়ার হোসেন
সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী গ্রাম নডালিয়ার সামাজিক ও মানবিক সংগঠন “#মানবিক_নডালিয়া” এর উদ্যোগে গ্রামের দুজন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা কার্যক্রম আজকে সম্পন্ন করা হয়েছে।উক্ত কার্যক্রমে বিশেষ সহযোগিতা করেছেন গফুর আহমদ ফকির বাড়ির #G_F_C_young_star ও নডালিয়া এলাকাবাসি এবং সীতাকুণ্ড ও তার বাহিরের বিভিন্ন এলাকার মানবতাবাদী মানুষজন।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদ্বয় হলেনঃ
১.মুহাম্মদ আজম(২৬) -পিতাঃ মুহাম্মদ নুর মিয়া।জমাদার বাড়ি, নডালিয়া,বাড়বকুণ্ড। #তার_দুইটি #কিডনি_নষ্ট_হয়ে_গেছে। বর্তমানে ডায়ালাইসিস নিয়ে বেঁচে আছেন।তাকে সর্বমোট প্রদান করা হয়েছে ৬২,৫০০/-(বাষট্টি হাজার পাঁচশত) টাকা মাত্র।
২.মুহাম্মদ তাজুল ইসলাম (৩৫)-পিতাঃ মৃত মুহাম্মদ শামসুল আলম। মুরাদ খালাসি বাড়ি, নডালিয়া,বাডবকুণ্ড। #তার_হার্টের_দুইটি_বাল্ব_নষ্ট #হয়ে_গেছে। বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। তাকে এখন পর্যন্ত সর্বমোট প্রদান করা হয়েছে ১৪,৫৭৯/-(চৌদ্দ হাজার পাঁচশত ঊনাশি) টাকা মাত্র।
আজকে তাদের আর্থিক সহায়তা প্রদান পূর্বক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় আলোচনা পেশ করেন, #মানবিক_নডালিয়া” এর সম্মানিত সদস্যবৃন্দ,তাদের মধ্যে জনাব মুহাম্মদ মুহররম আলী বলেন- মানবিক কাজে গ্রামের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে সহায়তা করলে গ্রামের কোন অসহায় দুরারোগ্য রুগী চিকিৎসা বিহীন থাকতে পারবে না। সুতরাং আমাদের সময় হয়েছে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার।তখন গ্রামের প্রতিটি মানুষই নিজেদের নিরাপদ ভাবতে শুরু করবে।আমরা আমাদের গ্রামকে একটি নিরাপদ আশ্রয়স্থল বানাতে চাই সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে।
ইঞ্জিনিয়ার আবু জাফর তিনি তার বক্তৃতায় বলেন-এলাকার মানুষের আস্থার প্রতীক হওয়ার জন্যই আমাদের “মানবিক নডালিয়া” প্রতিষ্ঠিত হয়েছে।এলাকার যেকোন প্রান্তিক মানুষকে আমরা সহায়তা করে যাবো ইনশাআল্লাহ। আমরা নিরিবিচ্ছিন্ন ভাবে কাজ করতে চাই চিকিৎসা, শিক্ষায় ও ক্রীড়ায়।এছাড়া মানবিক যেকোন কাজে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য আমরা অংগীকারবদ্ধ হয়েছি।
এছাড়া মুহাম্মদ রবিউল হোসেন বলেন- মানবিক নডালিয়া গতানুগতিক সংগঠনের বাহিরে এসে মানবতার কাজ করে যাবে,আমাদের একমাত্র উদ্দেশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। মানবিক নডালিয়ার সদস্যবৃন্দ কাজ করে যাবে শুধুমাত্র মানবতার স্বার্থে।
এছাড়া উক্ত কার্যক্রমে সম্মানিত বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা পেশ করেছেন #প্রথম_প্রহর_ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান শিবলী, তিনি বলেন- আমরা যারা স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে জড়িত আছি তাদের কাছে খুবই আনন্দের সংবাদ যে, এলাকায় সদ্য প্রতিষ্ঠিত একটি সংগঠনের সদস্যরা এইভাবে নিজেদেরকে উজাড় করে মানবতার কাজে নিয়োজিত করেছে।আমি মনে করি এটি সীতাকুণ্ডের প্রতিটি মানবতাবাদী সংগঠনের জন্য উদাহরণ হিসাবে থাকবে।তিনি মানবিক নডালিয়ার প্রতিটি সেবামূলক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন।
আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমে মানবিক নডালিয়ার সম্মানিত সদস্যদের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন – মুহাম্মদ ইকরাম হোসাইন,মুহাম্মদ আবদুল মুমিন, মুহাম্মদ নুরুল গণি,মুহাম্মদ সায়েদুল হক,মুহাম্মদ মুসলিম উদ্দিন,এস এম সজীব উদ্দিন, মুহাম্মদ আতাহার হোসেন (মাসুম),মুহাম্মদ রাশেদুল ইসলাম (শাকিল).এছাড়া গফুর আহমেদ ফকির বাড়ির #G_F_C_young_star এর পক্ষ থেকে মুহাম্মদ তসলিম উদ্দিন, মুহাম্মদ এস এম তারেক, মুহাম্মদ ইমতিয়াজ তাসবীর,মুহাম্মদ সাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।