উলিপুর,(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃরফিকুল ইসলামের বিরুদ্ধে কুঠিরপারা গ্রামের জাহেরা বেগম নামের এক মৃতু ব্যাক্তির বয়স্ক ভাতার টাকা উত্তোলন করে টাকা আত্নসাৎ ও বই গোপন করার অভিযোগ পাওয়া গেছে।
সত্যতা যাচাই করার জন্য মৃত্যু ব্যক্তির ছেলে ও নাতি গেলে তাকে প্রান নাশের হুমকি ও মামলা ভয় দেখানো হয়।
এছাড়া খোজ নিয়ে জানা যায় ওই ইউ পি সদস্যের ৭ নং ওর্য়াডে শিশু ভাতা বাবদ অবিভাবকের কাছ থেকে ৫-৭ হাজার করে টাকা নেয়।
এ বিষয়ে দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবেদ আলী সরদার এর সাথে যোগাযোগ করা হলেও তিনি বলেন বিষয়টা আমি বিভিন্নজনের মাধ্যমে জেনেছি, রফিকুল ইসলাম কে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে।
ভুক্তভোগীরা অভিযোগ রফিকুলের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে রফিকুল বিভিন্ন অজুহাত দিয়ে এ বিষয়টি আর কথা বলতে চায় না এবং মামলা করারও হুমকি দেয়। ভুক্তভোগীরা অভিযোগ দীর্ঘ একমাস হওয়ার পরও তিনি কোন এখন পর্যন্ত ইউপি সদস্যর কাছ থেকে কোন ত্রাণ সহায়তা পাননি।
চেয়ারম্যান কিন্তু মেম্বার কে সমাধান করতে বলছে,, মেম্বার চেয়ারম্যান এর কথা শুনে নাই.।
এ বিষয়টি নিয়ে দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যানের আবেদ আলী সরদার সাথে দ্বিতীয়বারের মতো যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com