মৌসুমী আক্তার,রৌমারী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
দৈনিক শিক্ষা ও দৈনিক জনতা পত্রিকার রৌমারী উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাখাকে হত্যা করে মরদেহ গুম করার হুমকি দিয়েছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রৌমারী থানায় জিডি করেছেন সাংবাদিক সাখাওয়াত। যাহার জিডি নং ৩৫৫। অভিযোগে জানা যায় গত ৬ জুন দৈনিক শিক্ষা, দৈনিক জনতা ও বিভিন্ন গণমাধ্যমে স্কুল ঘরের টিন চুরির ঘটনায় সংবাদ প্রকাশের জের ধরে গত ১০ জুন বিকেলে ডিসি রাস্তায় সাংবাদিক সাখাওয়াত কে একা পেয়ে হঠাৎ অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যা করে ভারত সীমান্তের ওপারে লাশ গুম করার হুমকি দেন অভিযুক্ত ঔ প্রধান শিক্ষক। একপর্যায়ে সাংবাদিক সাখাওয়াতসহ স্থানীয় কয়েকজন ওই প্রধান শিক্ষককে আটকের চেষ্ঠা করলে তিনি মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় পথচারী ব্যক্তিদেরও ঘটনার বিষয় অবগত করেন ওই ভুক্তভোগী সাংবাদিক। ওই প্রধান শিক্ষকের বাড়ি সীমান্তবর্তী ছাটকড়াইবাড়ী গ্রামে। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে দাঁতভাঙ্গা দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ওই সাংবাদিককে কোন ধরনের হুমিক দেয়নি, আমার বিরুদ্ধে থানায় মিথ্যা জিডি করা হয়েছে। রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, ‘জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক সাখাওয়াত থানায় জিডি করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। এছাড়াও গত ৫ জুন স্কুল ঘরের চুরির হওয়ার টিনের ছবি তুলতে গিয়ে প্রধান শিক্ষক ও তার পরিবারের সদস্যদের হাতে লাঞ্ছিত সাংবাদিকরা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। উল্লেখ্য, গত ৪ জুন রাতের আধাঁরে দাঁতভাঙ্গা দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ৫০ হাত ঘরের বেড়ার ১২০পিচ ঢেউটিন ঔ প্রধান শিক্ষক বাড়িতে নিয়ে যায়।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com