রাসেল ফরহাদ
রায়পুর প্রতিনিধি
লক্ষীপুরের রায়পুরে এমপি পাপুলের মুক্তি কামনা চেয়ে এবং তার পরিবারের জন্য খতম,মিলাদও দোয়ার আয়োজন করা হয়। রায়পুর বড় মসজিদ প্রঙ্গনে রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ নিজ উদ্যোগে শারীরিক,সামাজিক,নিরাপদ,দূরত্ব বজায় রেখে আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন বাদ ফজর সকালে ঐতিহ্যবাহী রায়পুর বড় মসজিদে ৫০ জন ওলামায়েকরামগন কে নিয়ে খতমে ইউনুস, শাফা খতম। ফাতেহা শরীফ,মিলাদ,ও দোয়া অনুষ্ঠিত হয়। রায়পুর এর কৃতি সন্তান,মাননীয় সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল মহোদয় মুক্তি চেয়ে এবং তার পরিবারের এর জন্য খতম,মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এবং বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে বাংলাদেশ সহ বিশ্বের শান্তিকামনা করা হয় ।
কাজী বাক্কিবিল্লাহ’র জানান গত কিছুদিন পূর্বে দেশী-বিদেশী ষড়যন্ত্রের শিকার হয়ে কুয়েতের সু-প্রতিষ্ঠিত কোম্পানি মারাফি কুয়েতিয়া’র এম,ডি-সি,ই,ও এবং লক্ষ্মীপুর-২ আসনে সাংসদকে ডেকে পাঠান কুয়েত সি,আই,ডি এবং আদৌ জিজ্ঞাসাবাদ চলছে। তারই পরিপ্রেক্ষিতে মুক্তি কামনা সহ সাংসদ যেন সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে রায়পুর-লক্ষ্মীপুরের জনগনের মাঝে অচিরেই ছহি সালামত ফিরে আসতে পারেন তার জন্যেই এই খতমে শেফা, মিলাদ ও দোয়ার আয়োজন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com