শিহাব অাহম্মেদ-স্টাফ রিপোর্টার:
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আজ বাংলাদেশে নোভেল করোনা যোদ্ধা হিসাবে সারা দেশের পল্লী চিকিৎসকেরা সাধারণ মানুষের পাশে থেকে প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে প্রমান করেছেন। বড় বড় বেসরকারী হাসপাতালে রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে অবশেষে তারা পল্লী চিকিৎসকদের কাছ থেকে সেবা নিচ্ছে।
পল্লী চিকিৎসকেরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই করোনা মহামারীতে কেউ নিজের চেম্বার বন্ধ রাখে নাই এবং কোন রোগী কে ফিরিয়ে দেয় নাই।
কিন্তু রাষ্ট্রীয়ভাবে এরা অবহেলিত তাদেরকে দেওয়া হয়নি সরকারী কোন সুরক্ষা সরঞ্জাম পিপিই।
নিজেরা নিজেদেরকে সুরক্ষিত রেখে পল্লী চিকিৎসকেরা জীবনের মায়া মমতা ত্যাগ করে আজ দেশের করোনা ভাইরাসের ভয়াল মহামারি দূর্যোগের সময়ে দেশের স্বাস্থ্য সেবায় অবদান রেখে যাচ্ছে।
আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাই। আপনি এই পল্লী চিকিৎসকদের অবদানের কথা বিবেচনা করে দেশের সকল পল্লী চিকিৎসকদের কে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করে নিরাপদে প্রাকটিস করার এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার সুযোগ দিন।
আহবানে
ডাঃ এম এ রহিম মিয়া
সভাপতি
বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন(বিপিডিএ)
রংপুর জেলা কমিটি রংপুর
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com