রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন
কি বলব ?
কেমনে বলব ?
কিভাবে বলব ?
ভাষা নেই , স্তব্ধ,
প্রসারিত হয় না শব্দ ।
কোথায় যাব ?
কার কাছে যাব ?
কারে শুনার ?
বিচারের বানী
মৃত্যুর হাতছানি !
আমি নারী
পরে শাড়ি
যখন যাব তোর বাডি ।
এখন বাঁচতে দে
তোর কুবাসনা ভেস্তে দে ।
আমার জনম
তা ও কি শরম ?
ভাবনা চরম
এই জনপদ
নাই নিরাপদ !
আমি ছোট কিংবা বুডি
শতক কিংবা কুড়ি
দেখলেই সুরসুরি ।
জাগে জানোয়ার
মানে না পরওয়ার ।
আমি ঘোমটা
নাকি লেমটা
সমান সরকটা ।
করিতে ধর্ষন
সে হায় কত আয়োজন ।
করিলে অভিযোগ
জেরার কত যোগবিয়োগ
আহারে কলির যুগ !
এবার আইনী নির্য়াতন
দ্বিতীয় দফা ধর্ষন ।
এবার ধর্ষকের বারী
টাকা উড়ে কাঁড়ি কাঁড়ি
পুলিশ ভাইয়ের পকেট ভারি ।
রিপোর্ট দিল শিথিল করি
এবার আমার গলায় দড়ি
এইটা আদালত ??
নাকি ইনসাফের আড়ত ?
বিচারের খরছ বাবত !
আমি একেবারেই শেষ
এই কি আমার বাংলাদেশ ?
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।