মোঃ সিরাজুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ ফেব্রুয়ারি সোমবার উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের পূর্বাচল ৪ নাম্বার সেক্টরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে খন্ড খন্ড মিছিলে আনন্দ উল্লাসে মধ্য দিয়ে সমাবেশ জনস্রোতে পরিণত হয়। রূপগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি'র আয়োজিত সমাবেশে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, সুলতান মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, রুপগঞ্জ উপজেলা বিএনপি'র জিয়া মঞ্চের সভাপতি জজ ভূঁইয়া, জেলা শ্রমিক দলের সভাপতি আমির হোসেন, আব্দুল মতিনসহ আরো অনেকে।
সমাবেশে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নাই। ইতোমধ্যে রাষ্ট্র কিভাবে সংস্কার হবে,কিভাবে উন্নয়নের রোল মডেল হবে তার ৩১ দফা কাঠামো ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তা জনগণের মাঝে পৌঁছে দেব। জনগণের আস্থা পেতে কাজ করবো। প্রমাণ করতে হবে ধানের শীষ শান্তির প্রতীক। জনগণের নিরাপত্তা ও দেশের সমৃদ্ধি, প্রকৃত গণতন্ত্র আনতে ধানের শীষের বিকল্প নেই।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com