মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
এস চৌধুরী, (রাঙ্গামাটি):
কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ সকল নেতাকর্মীদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১ মিনিট নিরবতা পালন এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা আর ভালোবাসায় তাদের স্মরণ করলেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এই সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল বলেন, সেইদিন বিএনপি জামাত জোট সরকার জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামীলীগের নেতৃস্থানীয় লোকদের হত্যা করে আওয়ামীলীগকে নেতৃত্ব শূণ্য করতে চেয়েছিল, কিন্ত সেদিন আমাদের প্রান প্রিয় নেত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও আমরা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আইভি রহমান সহ অনেক নেতাকর্মীকে হারায়, অনেকে আজ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন।
২১ আগস্ট(শুক্রবার) সকালে এই সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, সাবেক যুগ্ম সম্পাদক স্বপন বড়ুয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক সুজন তনচংগ্যা ধনা, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আবুল কাসেম, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হানিফ বাবুল, কেপিএম সিবিএ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আখতার হোসেন মিলন, ৪ নং কাপ্তাই ইউনিয়ন আ’লীগের সভাপতি সামসুল ইসলাম আজমীর,, ৫ নং ওয়াগ্গা ইউপি আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, সাধারণ সম্পাদক অমল দে ,২ নং রাইখালী ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুইসাপ্রু মারমা, সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, ৩ নং চিৎমরম ইউনিয়ন আ’লীগের সভাপতি নেথোয়াই মারমা, সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সুধীর তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের , সাধারণ সম্পাদক একরামুল হক, যুব মহিলা আ’লীগের নেত্রী ফারহানা আক্তার পপি, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক এ আর লিমন সহ আ’লীগ এবং এর সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড এর নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।