বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
আবদুল বাতেন, আন্তর্জাতিক সম্পাদক:
সিরিয়ার রক্তক্ষয়ী সংঘাতের সুযোগ নিয়ে ইসরাইলের প্রতিরক্ষা ও যুদ্ধমন্ত্রী ইসরাইল কার্যত রাজনৈতিকভাবে পরিস্থিতি কাজে লাগানোর চেষ্টা করছেন।
সিরিয়ার চলমান ঘটনাবলীর প্রতিক্রিয়ায় ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘জোলানি (আহমদ আল-শারা) সরকারি পোশাক পরে নিজেকে একজন মধ্যপন্থি হিসেবে তুলে ধরেছিলেন। কিন্তু এখন তার মুখ থেকে মুখোশটি খুলে পড়েছে’
সিরিয়ার রক্তক্ষয়ী সংঘাতের সুযোগ নিয়ে ইসরাইলের প্রতিরক্ষা ও যুদ্ধমন্ত্রী ইসরাইল কাৎজ রাজনৈতিকভাবে পরিস্থিতি কাজে লাগানোর চেষ্টা করছেন।
সিরিয়ার চলমান ঘটনাবলীর প্রতিক্রিয়ায় ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘জোলানি (আহমদ আল-শারা) সরকারি পোশাক পরে নিজেকে একজন মধ্যপন্থি হিসেবে তুলে ধরেছিলেন। কিন্তু এখন তার মুখ থেকে মুখোশটি খুলে পড়েছে’।
স্পুটনিকের উদ্ধৃতি দিয়ে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, সিরিয়ায় শাসনব্যবস্থা পরিবর্তনের পর থেকে ইহুদিবাদী শাসক গোষ্ঠী দখলদারিত্বের সম্প্রসারণকে ন্যায্যতা দিয়ে কাৎজ দাবি করেছেন, ‘সিরীয় হুমকির বিরুদ্ধে ইসরাইল নিজেদের রক্ষা করছে এবং আমাদের বাহিনী হারমন মালভূমিসহ সিরিয়ার এলাকায় থাকবে এবং গোলান মালভূমি ও গ্যালিলিকে রক্ষা করবে’।
অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনীর নতুন চিফ অব স্টাফ ইয়াল জামির যুদ্ধের হুমকি সম্বলিত বিবৃতি দিয়ে দাবি করেছেন, ‘এই বছরটি হবে যুদ্ধের বছর, গাজা এবং ইরানকে কেন্দ্র করে’।
এছাড়াও গাজা ইস্যুতে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র গাজায় আরও কঠোর অবরোধ এবং মানবিক সাহায্য বন্ধের ফলে উপত্যকাটিতে আরেকটি দুর্ভিক্ষের ঝুঁকি সম্পর্কে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সতর্কতা প্রত্যাখ্যান করেছেন।
পাশাপাশি এই সতর্কবার্তাগুলোকে কেবল মিথ্যা বলেই মনে করেন তিনি। শনিবার সা’র দাবি করেন, গাজায় মানবিক সাহায্য পাঠানোর ক্ষেত্রে ইসরাইল সরকারের কোনো বাধ্যবাধকতা নেই।
এদিকে ট্রাম্প প্রশাসনের গতিবিধি ও আচরণ আরেকটি বিষয়, যা ইসরাইল অধিকৃত অঞ্চলগুলোর মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে। বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইহুদিবাদী সরকারের সম্পর্কের প্রকৃতি নিয়ে বিরোধী এবং সমর্থকদের মধ্যে তীব্র দ্বন্দ্বের খবর পাওয়া যাচ্ছে।
এ প্রসঙ্গে নেতানিয়াহু সরকারের বিরোধী দলের প্রধান ইয়ার ল্যাপিদ বলেছেন, ইসরাইলি সরকারের দুর্বলতার কারণেই যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে আলোচনা করছে। কারণ তারা তাদের নাগরিকদের জীবন নিয়ে উদ্বিগ্ন। সূত্র: ইরনা
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।