(কুমিল্লা)প্রতিনিধি।।
প্রায় ১৬ বছর পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা উত্তর জেলার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯ অক্টোবর শনিবার সকালে কুমিল্লা বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম আব্দুল আলিমের সভাপতিত্বে এবং উত্তর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী এসএম ছানাউল্লাহ্ রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ্।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি, নোমান হোসেন নয়ন,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
বাংলাদেশ জামায়েত ইসলামী বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক অহিদুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম।
ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুল কাইযূম মজুমদার, বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. সাইফুল আলম, অধ্যাপক গিয়াস উদ্দিন, মুফতী মাহবুবুল আলম, লুতফুর রহমান খান মাছুম, মো. ইব্রাহিম খলিল, হাফজ মাসুদ মৈশান, হাফেজ রুহুল আমিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা উত্তর শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক নেয়ামত উল্লাহ্, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক কামরুল ইসলাম, স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক শরিফুল ইসলাম, এইচ আরডি সম্পাদক মো. রায়হান প্রমূখ।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শত শত কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com