হেলাল আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
হ্যাভেন সোসাইটির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।সিরাজগঞ্জের তারাশ উপজেলার নওগাঁতে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে হ্যাভেন সোসাইটি প্রতিষ্ঠিত হয়।হ্যাভেন সোসাইটি একটি অরাজনৈতিক অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন আজ হতে সাত বছর পূর্বে ২০১২ সালের ২২ আগস্ট কয়েকজন উদ্যোগী তরুণের হাত ধরে জন্ম হয় হ্যাভেন সোসাইটির। হাটি হাটি পা পা করে হ্যাভেন সোসাইটির আজ ৮ম বছর পূর্ণ হলো। শিক্ষা- সম্প্রীতি- সমৃদ্ধি মূলমন্ত্রে, 'শিক্ষিত সমাজ আলোকিত দেশ' স্লোগানের পথচলার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হ্যাভেন সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যাভেন সোসাইটির সম্মানিত সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ বিভূতিভূষণ, সোহেল রানা,আবু হোরায়রা,আলাউদ্দিন, বাবুল আক্তার,ওমর ফারুক, আরিফুল ইসলাম , সুমন কুমার,সৈকত কুমার সহ হ্যাভেন সোসাইটির সকল সদস্য। এছাড়াও এলাকার স্কুল কলেজের টিচার,প্রফেসর ও এলাকার প্রধান ব্যক্তিবর্গ তারা তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন এবং হ্যাভেন সোসাইটির উন্নতি ও মঙ্গল কামনা করেন। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে হেলাল আহমেদ ও গীতা পাঠ করে নিহার ভৌমিক। হ্যাভেন সোসাইটির ৮ম বছরে পদার্পণ উপলক্ষে জিন্দানী ডিগ্রি কলেজে নওগাঁ হাট সংলগ্ন এলাকায় ৮টি পরিবেশ বান্ধব বৃক্ষ রোপন করেন।তারা বলেন সুপরিকল্পনার অভাবে স্কুল ঝরে পড়া ছোট শিশু। প্রাকৃতিক দুর্যোগে অনাহারে পড়ে থাকা বৃদ্ধ এক পেয়ালা জল পেয়ে ফেলতে পারে তৃপ্তির নিশ্বাস। আপনার একটি ফোন কলে জীবনের মায়া ছেড়ে দেয়া সন্তানসম্ভবা নারী পেতে পারে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স। আপনার একটি পরামর্শে মাঠ ভরা সবুজ ফসল ফলাতে পারে একজন নিরক্ষর কৃষক আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই অঞ্চল হয়ে উঠতে পারে সহযোগিতার রোল মডেল। এই সমাজ হয়ে উঠবে অসহায় মানুষের আশ্রয়স্থল- স্বর্গীয় সমাজ এবং দেশটি গড়ে উঠবে সোনার বাংলায়।তারা "দৈনিক পরিবর্তনকে"আরো বলেন একটি সুখী সুন্দর সমৃদ্ধ ও সমাজ বিনির্মাণের প্রত্যক্ষ অংশীদার হ্যাভেন সোসাইটি হতে পারে আমাদের মাঝে ভাতৃত্বের সেতুবন্ধন ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com