সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
মুহাম্মদ ওসমান গনি চৌধুরী:
জ্ঞান আর অধ্যবসায়ের মশালে উদ্ভাসিত হ্নীলা উম্মে সালমা রা. মহিলা মাদ্রাসা আবারও তাদের সাফল্যের কেতন উড়িয়েছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা প্রতিভার আলো, গুলফরাজ হাশেম ফাউন্ডেশন, ড. গাজী কামরুলের বৃত্তি অর্জন করে নিজেদের অসাধারণ মেধার স্বাক্ষর রেখেছে।
হ্নীলা গুলফরাজ হাশেম ফাউন্ডেশন থেকে (৮ম) শ্রেণির মেধাবী ছাত্রী হাবিবা সুলতানা
১টি সাধারণ বৃত্তি এবং ড. গাজী কামরুল ইসলাম থেকে (৭ম) শ্রেণির মেধাবী শিক্ষার্থী মুনিরা আক্তার , সুমাইয়া ও আরজিনা সাধারণ ও প্রতিভাধর বৃত্তি অর্জন করেছে। এর পাশাপাশি প্রতিভার আলো থেকে ৪র্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আবছার তানহা ২য় ট্যালেন্টফুল ও তানিশা সুলতানা এবং উমাইরা ২ টি সাধারণ বৃত্তি অর্জন করেন। যা শিক্ষার্থীদের অধ্যবসায় ও মেধার এক অনন্য উদাহরণ।
মাদ্রাসার পরিচালক ও অডিট প্রধান এক গর্বিত হৃদয়ে জানান, “এই অর্জন আমাদের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতার ফসল। আমরা আলোকিত ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে চলেছি।”
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি,পরিচালক,সদস্যবৃন্দ এবং অভিভাবক ও স্থানীয়রা জানান, এই সাফল্যে তাঁরা অত্যন্ত খুশি এবং মাদ্রাসার প্রতি তাদের আস্থা আরও বেড়েছে। তারা আশা করেন, ভবিষ্যতেও মাদ্রাসাটি এমন সাফল্য ধরে রাখবে এবং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও জ্ঞান সমৃদ্ধ করে তুলবে।
আব্দুর রহমান আরিফী
শিক্ষক ও মিডিয়া সমন্বয়ক অত্র মাদ্রাসা।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।