তানভীর ইসলাম আলিফ,কুমিল্লা(হোমনা):
হোমনায় শশুর বাড়ির লোকজনের নানাহ মুখী চাপে তিনমাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আত্মহত্যা করেছেন, বিষয়টি রফাদফা তিন লাখে।
স্থানীয় সূত্রমতে নিহত গৃহবধূর উপর প্রায় যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতো স্বামী.....
কুমিল্লার হোমনা উপজেলা নিলখী ইউনিয়ন বাবরকান্দি গ্রামের ইভা আক্তার পিতা সফিকুল ইসলাম,মাতা- রুজিনা বেগম, বাবরকান্দি চম্পকনগর নিলখী হোমনা উপজেলার বিবাহিত নারী তিন মাসের প্রেগন্যান্ট অবস্থায় বাবার বাড়ির নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মেয়েটির শ্বশুর বাড়ি হোমনা উপজেলার মিশ্বীকারী গ্রামের বালুয়াহাটি। শ্বশুর বাড়ির সদস্য চাপে বিবাহিত ইভা আত্মহত্যা করেন। নিহত ইভা তিন মাসের প্রেগন্যান্ট ছিলেন। আত্মহত্যার আলামত খতিয়ে দেখছেন হোমনা থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটার সময়। পরে লাস উদ্ধার করে হোমনা থানায় নিয়ে আসা হয়।
পরিবর্তনের নিউজ পড়ুন Google News - এ
নিহতের লাশটিকে থানায় রেখে মেয়ের পরিবার ও ছেলের পরিবারের মধ্যে চলছে রফা-দফা । লাশের পাশে নেই কোন স্বজনের আহাজারি। লাশটি থানায় নিয়ে আসার পর থেকেই দূম ঘরে পড়ে রয়েছে ঘন্টার পর ঘণ্টা , স্বজনরা লাশ থানায় রেখে অন্ধকার আড়ালে গিয়ে তিন থেকে পাঁচ লাখ টাকার দর কষাকষি করে। এক পর্যায়ে তিন লক্ষ টাকা মধ্যে মামলা শেষ করার সম্মতি হয়।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com