পরিবর্তন ডেস্ক ঃ
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে
দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রতিনিধি সভা। আজ ১৫ নভেম্বর, রবিবার হাটহাজারী মাদরাসার দেশের ৬৪ জেলা থেকে আগত প্রায় ৫০০ জন প্রতিনিধিদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।প্রতিনিধি সভা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় শুরু হয়।সভায় উদ্বোধনী বক্তব্যে বিগত সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন এবং বিগত কমিটির বিলুপ্ত ঘোষণা করেন।কমিটি বিলুপ্তির আনুষ্ঠানিক সিদ্ধান্তের ফলে নতুন কমিটি গঠনের লক্ষে প্রতিনিধি সভায় গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে দেশের শীর্ষস্থানীয় ১২ জন সদস্যের নিকট নতুন কমিটি প্রস্তাবনার দায়িত্ব অর্পন করে।দুই অধিবেশনে অনুষ্ঠিত ১ম অধিবেশন সমাপ্তির পর ২য় অধিবেশনে প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয়।সভার সভাপতির নির্দেশক্রমে প্রস্তাবিত কমিটি ঘোষণা করেন আল্লামা মাহফুজুল হক।প্রস্তাবিত কমিটির সমর্থনের ক্ষেত্রে উপস্থিত সকল প্রতিনিধি আলহামদুলিল্লাহ বলে সমর্থন প্রদান করেন। সদ্য ঘোষিত কমিটির আমীর হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি সংগঠনটির সাবেক মহাসচিব। আর নতুন মহাসচিব করা হয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীকে।
১৫১ সদস্যের নতুন কমিটিতে সাবেক আমির আল্লামা শফীর ছেলে আনাস মাদানীসহ তার অনুসারী কারও নাম নেই বলে জানা গেছে।
মনোনীত আমীর হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সকল নাস্তিক্যবাদী এবং কাদিয়ানী শক্তির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।ইসলামের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার মতো তিনি হুশিয়ারী প্রদান করেন।প্রয়োজনে জীবনে মায়া ত্যাগ করে ইসলাম রক্ষায় দূর্বার গড়ে তুলার কথা বলেন তিনি। সভার সমাপনীর বক্তব্য প্রদান করে সংক্ষিপ্ত মোনাজাত পরিচালনা করেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
সম্মেলনে যুগ্ম-মহাসচিব পদে মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা নাসির উদ্দিন মনির ও মীর ইদ্রিস নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে সংগঠনের মোট ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা কমিটিতে ঠাঁই পেয়েছেন ২৫ জন, নায়েবে আমির পদে ৩২ জন, যুগ্ম-মহাসচিব পদে সাতজন ও সহকারী মহাসচিব পদে ১৮ জনের নাম ঘোষণা করা হয়েছে।
সহকারি মহাসচিব হয়েছেন মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনা, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা মনঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা মাহমুদুল হাসান ফাতেহপুরী, মাওলানা মুফতি আজহারুল ইসলাম, মুফতি রহিমুল্লাহ কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মাওলানা মূসা বিন ইজহার, মাওলানা জাফর আহমদ ভাটুয়া, মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা জসিমুদ্দিন লালবাগ, মাওলানা জালাল উদ্দিন আহমাদ, মাওলানা হাসান জামিল।
সাংগঠনিক সম্পাদক– মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী সাংগঠনিক সম্পাদক- মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মাসউদুল করীম টঙ্গী, মাওলানা মীর মুহাম্মদ ইদ্রিস, মাওলানা শামসুল ইসলাম জিলানী, মুফতি ওমর ফারুক, মাওলানা আতাউল্লাহ আমেনী ঢাকা, মাওলানা আফিমুল হক হবিগঞ্জ, মাহমুদলি আলম রংপুর।
অর্থ সম্পাদক– মুফতি মুনির হোসাইন কাসেমী, সহকারী অর্থ সম্পাদক- মাওলানা হাফেজ মুহাম্মদ ফয়সাল, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা মুহাম্মদ ইলিয়াস হামেদী।
প্রচার সম্পাদক– মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, সহকারী প্রচার সম্পাদক- মাওলানা মুহাম্মদ ইয়াকুম ওসমানী, মাওলানা ফয়সাল অঅহমদ মোহাম্মদপুর ঢাকা, মুফতি শরীফুল্লাহ, মাওলানা ফেরদাউসুর রহমান নারায়ণগঞ্জ, হাফেজ সায়েম উল্লাহ।
শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক– মুফতি হারুন ইজহার। সহকারী শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক- মাওলানা জুনায়েদ বিন জালাল।
সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক– মাওলানা হারুন আজিজী নদভী, মাওলানা মাহবুবুর রহমান হামিদ। সমাজ কল্যাণ সম্পাদক- মুফতি কুতুবুদ্দিন নানুপুরী, সহকারী সমাজ কল্যাণ সম্পাদক, মাওলানা হাফেজ সালামত উল্লাহ।
আইন বিষয়ক সম্পাদক– অ্যাডভোকেট মাওলানা শাহিদুল পাশা চৌধুরী (সাবেক এমপি), সহকারী আইন বিষয়ক সম্পাদক- অ্যাডভোকেট নিজামুদ্দিন।
দাওয়াহ সম্পাদক– মাওলানা নাজমুল হাসান, সহকারী দাওয়াহ সম্পাদক- মাওলানা মুশতাকুন্নবী, আহমদ আলী কাসেমী।
তথ্য ও গবেষণা সম্পাদক– মাওলানা ওবায়দুর রহামান খান নদভী।
ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক– মুফতি মুহাম্মদ আলী। সহকারী ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক- মাওলানা জাকারিয়া মাদানী, মাওলানা গাজী ইয়াকুব।
ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক– মাওলানা হাফেজ মুহাম্মদ খুবায়েব। সহকারী ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক- মাওলানা জিয়াউল হুসাইন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com