হাকীম-এস,এম শামীম (ফুলপুর) ময়মনসিংহ প্রতিনিধিঃ-
১০ মে ২০২৫ ইং (শনিবার) সকাল ১০ ঘটিকায় "ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ চ্যাপ্টার" এবং ঐতিহ্যবাহী (প্রাক্তন নাম) "তিব্বিয়া হাবিবিয়া কলেজ" বর্তমানে "হাকীম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজ" এর যৌথ আয়োজনে “হিজামা: নববী চিকিৎসা এবং বিজ্ঞানের সেতুবন্ধন” শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি ও কলেজের প্রভাষক হাকীম রুহুল আমিন মিলন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট অধ্যাপক মাহবুবুর রহমান সাকী।
এসময় অধ্যাপক মাহবুবুর রহমান সাকী সভাপতির বক্তব্যে বলেন, সুন্নাহ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি হিজামা এখনো বাংলাদেশের মূলধারায় ততটা পরিচিত নয়। তবে দেশের বিভিন্ন অঞ্চলে ট্রাডিশনাল হাকিমগণের মাধ্যমে এর চর্চা চলছে। হিজামা কার্যক্রমের প্রচার, প্রসার এবং নিরাপদ চিকিৎসা নিশ্চিতে রেজিস্টার্ড ও প্রশিক্ষিত চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি ছদ্ম চিকিৎসকদের নিয়ন্ত্রণে সরকারি ভাবে উদ্যোগ গ্রহণ ও হস্তক্ষেপ অপরিহার্য।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারতের দিল্লি থেকে অনলাইন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও দেহলভী রিমেডিজের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মুহসিন দেহলভী।
এছাড়াও গেস্ট অফ অনার হিসেবে ভার্চুয়ালি অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, ভারতের সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানী মেডিসিন (CCRUM)-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডাঃ ইউনুস ইফতেখার মুন্সি।
গেস্ট অফ অনার এর বক্তব্যে ভার্চুয়ালি আরো যুক্ত ছিলেন পাকিস্তান "ন্যাশনাল কাউন্সিল ফর তিব্ব" এর সম্মানিত প্রেসিডেন্ট হাকীম মোঃ আহমদ সালেমি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. হাকীম আব্দুল গনি, ডা. মুজিবুর রহমান, অর্গানাইজিং সেক্রেটারি ডা. হাকীম আব্দুল্লাহ আল মামুন, হাকীম বাকাওয়ালী মোল্লা, হাকীম মুস্তাফিজুর রহমান সবুজ, হাকীম শাহ আলম ভূঁইয়া, হাকীম জাহিদুর রহমান, হাকীম ইলিয়াস হোসেন প্রমুখ।
সেমিনারের বৈজ্ঞানিক অধিবেশনে হিজামা থেরাপির আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণ ও উপকারিতা নিয়ে চারটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করা হয়।
প্রবন্ধ উপস্থাপন করেন হাকীম রুহুল আমিন মিলন, প্রভাষক, হাকীম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
ডা. গাজালা মোল্লা, অধ্যক্ষ, ZVM ইউনানী মেডিকেল কলেজ, পুনে, ভারত।
ডা. মুশফিকুর রহমান, ফ্যাকাল্টি মেম্বার, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
ডা. আব্দুল জলিল, মেডিকেল অফিসার, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর।
অনুষ্ঠানে 'আল হিজামা' শিরোনামে একটি বিশেষায়িত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়, যা বাংলা সাহিত্য ও স্বাস্থ্যসেবার জগতে নতুন মাত্রা যোগ করেছে।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রেজিস্টার্ড ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সাফল্যমন্ডিত হয়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com