শনিবার, ১২ Jul ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
কোভিড -১৯ মহামারি ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এরই মাঝে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মানবিক সহায়তার হাত বাড়িয়ে হিজড়া সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে জামালপুর জেলা পুলিশ। জামালপুর জেলা পুলিশের এই মানবিক সহায়তার ধারাবাহিকতায় জামালপুর হিজড়া সম্প্রদায়কে নগদ ১০,০০০(দশ) হাজার টাকা অর্থ সহায়তা প্রদাণ করেন জেলা পুলিশের পক্ষে জামালপুর জেলার মানবিক পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ।
১৯ জুলাই ২০২১ সোমবার জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের হাতে তিনি নগদ এই আর্থিক সহায়তা প্রদাণ করেন। হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ পুলিশের এই মানবিক সহায়তা পেয়ে জামালপুর জেলা পুলিশের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও পুলিশের এই মানবিক সহায়তা মূলক কার্যক্রমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা পুলিশের এই মানবিক সহায়তা সম্পর্কে ইতিবাচক আলোচনা করে প্রশংসা,ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।