এস চৌধুরী, কাপ্তাই, রাঙ্গামাটি ।
রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা ২নং কেংড়াছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ের উচুতে হযরত মোহাম্মদ কালুশাহ্ (রঃ) আল্লাহর নৈকট্য লাভের আশায় ধ্যানে মগ্ন থাকেন। স্থানীয় লোকজনের ভাষ্যমতে আল্লাহর ইচ্ছায় তার মনোবাসনা পূর্ণ হয়।
১৯৮৩ সাল থেকে আজ অব্দি প্রতি বছর স্থানীয় লোকজন হযরত মুহাম্মদ কালুশাহ্(রঃ) এর বাৎসরিক ওরশ উদযাপন করে আসছে।তারই ধারাবাহিকতায় আজ বাংলা ৭ই কাত্তিক ২৩ অক্টোবর ২০২০ইং তারিখ রোজ শুক্রবার বাদ জুম্মা, বিলাইছড়ি উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং বিলাইছড়ি বাজার এলাকায় তোবারক বিতরণ করা হয়।
মহামারি করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হযরত মোহাম্মদ কালুশাহ (রঃ)এর আস্তানা ও মাজার শরীফের কার্য পরিচালনা কমিটির সর্ব সম্মতিক্রমে উক্ত ওরশ উদযাপনের তারিখ পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।মাজার কার্য পরিচালনা কমিটির সভাপতি, মোঃ মনির হোসেন এর কাছে জানতে চাওয়া হয় আনুমানিক কখন আপনারা ওরস উদযাপন করবেন। এ বিষয়ে সভাপতি মনির হোসেন প্রতিনিধি কে জানান যদি সবকিছু স্বাভাবিক থাকে তবে স্বাস্থ্যবিধি মেনে আশা করছি কার্তিক মাসের শেষের দিকে আমরা বাৎসরিক ওরস পালন করতে পারবো।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com