পবিত্র দেব নাথ মাধবপুর প্রতিনিধিঃ-
হবিগঞ্জের মাধবপুর উপজেলাতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় অনুষ্ঠিত হচ্ছে । এ বছর মাধবপুর উপজেলাতে ৩ টি কেন্দ্রে মিলে প্লে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
আজ শুক্রবার ( ৩ নভেম্বর) সকালে মাধবপুর উপজেলার ইটাখোলা সিনিয়র মাদ্রাসা, অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তন ও মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা শুরু হয় পরীক্ষা শেষ হবে ৪ নভেম্বর শনিবার।
সকালে মাধবপুর উপজেলা ৩টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র হলো অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তন এই কেন্দ্র সরেজমিনে গিয়ে দেখতে পাই দুই দিন ব্যাপী এই বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে প্লে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১৩ টি কিন্ডার গার্টেনের ৫৮৬ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের ৭টি রুমে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজকে প্রথম পরীক্ষা বিষয় হচ্ছে গনিত। শনিবারে বাংলা ও ইংরেজি পরীক্ষার মাধ্যমে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা শেষ হবে।
অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তন কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক এর দ্বায়িত্ব আছেন মোহাম্মদ রুহুল আমিন।
বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী, শিক্ষক কর্মচারী, স্কুল পরিচালক ও অভিভাবকদের মধ্যে এক আনন্দঘন পরিবেশেরর সৃষ্টি হয়ে।
মাধবপুর কিন্ডারগার্ডেন এসোসিয়েশন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুজন জানান, ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় মাধবপুর মাধবপুর উপজেলার ৩ টি কেন্দ্রে ৩৪ টি কিন্ডারগার্ডেন স্কুলের প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট ১৬৬৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।
এখানে খুব সুন্দর ভাবে এবং উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অনুষ্ঠিত হচ্ছে। অপেক্ষামান অভিভাবকদের মধ্যে ঈদের আমেজ পরিলক্ষিত হচ্ছে।
পরীক্ষায় কেন্দ্রীয় সচিব অপরূপা বালিকা বিদ্যায়তন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বাহার জানান, কুমলমতি শিশুদেরকে
উৎসাহীত করা এবং তাদের শিক্ষা জীবনের শুরুতেই প্রতিযোগিতা মূলক করে গড়ে তোলার উদ্দেশ্য কিন্ডারগার্ডেন এসোসিয়েশন
এ ধরনের যুগপাযোগি ও বাস্তবধর্মী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ভবিষ্যৎ এর পরিসর আরো বৃদ্ধি করা হবে।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলার সভাপতি শাহীন মিয়া জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা কার্যকর ভূমিকা রাখবে।
অপরূপা বালিকা বিদ্যায়তন কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৮৬ ছাত্র-ছাত্রীর মধ্যে অনুপস্থিত রয়েছে ২১ জন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com