শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।
হবিগঞ্জে একটি নিউজের জের ধরে সাংবাদিক উজ্জ্বল আহমেদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। হামলার চলাকালে ৯৯৯-এ ফোন করে কোনো রকম প্রাণে বাঁচেন বলে দাবি করেছেন উজ্জ্বল।
সোমবারের এই হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় ৫-৬ জনসহ ৬ জনের নাম উল্লেখ করে হবিগঞ্জ সদর থানায় মামলা করেছেন উজ্জ্বল আহমেদ। তিনি দৈনিক বাংলাদেশ সমাচার ও হবিগঞ্জের মুখ পত্রিকার সাংবাদিক। উজ্জ্বল হবিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের উমেদনগর এলাকার তমিজ আলীর ছেলে।
মামলার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দুটি মোবাইল ফোন এবং নগদ টাকাসহ প্রায় ৯০ হাজার টাকার মালামাল ছিনতাই হওয়ার অভিযোগও এনেছেন উজ্জ্বল। তার ভাষ্য, অভিযুক্তদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ফ্যাসিবাদের দোসর হয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিউজ করেছিলেন। এর জের ধরে তার ওপর হামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পরিবারসহ কর্মস্থলে যাওয়ার সময় উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযুক্তরা তাকে ছিনতাইকারী অপবাদ দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে দেশীয় অস্ত্র লোহার রড, চাকুসহ দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। এ ঘটনায় মামলা দায়েরের পর উজ্জ্বলের দাবি, তার পরিবার এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে।
মামলার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ মডেল সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, এ বিষয়ে অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।