পরিবর্তন ডেস্ক ঃ
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন হাজি। এবার হজে গিয়ে এখন পর্যন্ত ১১৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ শনিবার (২২ জুলাই) মারা গেছেন ২ জন।
রোববার (২৩ জুলাই) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয় শনিবার রাত পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ২৩৪টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১০৫টি, সৌদি এয়ারলাইনসের ৮৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৪০টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।
এদিকে এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ৮৯ এবং মহিলা ২৫ জন। মক্কায় ৯৪, মদিনায় সাতজন, জেদ্দায় একজন, মিনায় নয়জন, আরাফায় দুজন, মুজদালিফায় একজন মারা গেছেন।
উল্লেখ্য, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com