আব্দুল্লাহ আল তৌহিদ
নোবিপ্রবি প্রতিনিধি:
ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সোমবার (৬ই মে) সকালে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগানে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী পদযাত্রা ও ছাত্র সমাবেশে এই দাবি জানায় শাখা ছাত্রলীগের নেতারা।
শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ'র নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন থেকে শুরু হয়ে পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।পদযাত্রাটিত শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের অন্তর্গত বিভিন্ন অনুষদ,ইন্সটিটিউট ও হল কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে ফিলিস্তিনের মানবিক দিক বিবেচনা করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি মওকুফ ও বৃত্তির ব্যবস্থা করে সে দেশের মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ার সুযোগ দেয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানায় নোবিপ্রবি ছাত্রলীগ।
নোবিপ্রবি ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি। এসময় তিনি নোবিপ্রবি প্রশাসনকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ফিলিস্তিনের শিক্ষার্থীদের বিনা খরচে পড়ার সুযোগ দিতে ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানান।
সমাবেশে নোবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ বলেন, যারা ধর্মের কথা বলে সে বিএনপি ফিলিস্তিন ইস্যুতে চুপ হয়ে আছে। তিনি আরো বলেন, তাদের পিতৃতুল্য আমেরিকা বর্বর ইসরায়েলিদের পাশে দাড়িয়েছে। তাই তাদের মন রক্ষা করতে মানবিকতাকে বিসর্জন দিয়েছে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com