স্টাফ করেসপন্ডেন্টঃ সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়।
আটক দুই ছিনতাইকারী হলেন- কক্সবাজারের উখিয়ার কুতুপালং ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১১০ নম্বর ব্লকের ওমর হাকিমের ছেলে জাহিদ (৩০) ও কক্সবাজার সদরের ঈদগাঁও ফাসিয়াখালী এলাকার নুরুল আলমের ছেলে গিয়াস উদ্দিন (২২)।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক শাকের আহমেদ বাংলানিউজকে বলেন, কুমিল্লার বুড়িচং থানার কুসুমপুর গ্রামের মোশাররফ হোসেনসহ পাঁচজন পর্যটককে ছিনতাইকালে হাতেনাতে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও তিনটি চাকু উদ্ধার করা হয়।
তিনি বলেন, আটক দুই ছিনতাইকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের এসপি জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, চুরি, ছিনতাই ও পর্যটক হয়রানিসহ সব অপরাধরোধে ট্যুরিস্ট পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধ করে কেউ পার পাবেন না।
কোনো পর্যটক হয়রানি কিংবা অপরাধ দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেছেন এসপি জিল্লুর।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com