নিজস্ব প্রতিনিধি:
রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি প্রজ্ঞাপন জারি করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করার যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। তবে এ ক্ষমতা যেন শুধুমাত্র রাষ্ট্র ও জনগণের কল্যাণে প্রয়োগ করা হয় সেই মর্মে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে। অপর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ছাত্র এবং শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটিকেও ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ কংগ্রেস।
গতকাল শুক্রবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন,
সময় উপযোগী এই সিদ্ধান্ত ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে এবং ছাত্রদেরকে পড়াশোনায় মনোযোগ প্রদানে সহযোগিতা করবে ।
দলের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, বাংলাদেশ কংগ্রেস মনে করে রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি সব সময় ক্যাম্পাসে সুশিক্ষার পরিবেশ নষ্ট করেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে ছাত্ররা সিট দখন ও হল দখলসহ বিভিন্ন অপরাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিজেদেরকে যুক্ত করে পরিণামে তাদের ক্যারিয়ার ধ্বংস করেছে। মানুষ গড়ার কারিগর হিসেবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধের এই নিদর্শন যেন অন্যান্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও গ্রহণ করে সে আশা ও ব্যক্ত করেছে বাংলাদেশ কংগ্রেস।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ, যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক সুমন, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, শ্রমিক কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সেলিম রেজা বাচ্চু প্রমুখ।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com