রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
হায়দার,সাপাহার( নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর সাপাহার উপজেলায় আম চাষী সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জানাগেছে গত ২৯ মে রোজ শুক্রবার সন্ধ্যার সময় করোনা ভাইরাস চলাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে, আমচাষীদের চাষাবাদ,আম বাজার জাতকরন,আমের ন্যাযমূল্য ও কৃষকদের বিভিন্ন উন্নয়নের কথা ভেবে সাপাহার উপজেলা আমচাষী সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সেখানে উপজেলার বিভিন্ন গ্রামের আমচাষীদের উপস্থিতিতে এলাকার বিশিষ্ট সমাজসেবক মোতাহার হোসেন চৌধুরী কে আহবায়ক ও সাপাহার ইউপি’র সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী বেনু যুগ্ম-আহবায়ক , আমচাষী খন্দকার হাবিবুর রহমান যুগ্ম-আহবায়ক, আমচাষী সাকোয়াত হোসেন সদস্য,রবিউল ইসলাম চৌধুরী (রবি) কে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষনা করা হয়।
ইতিমধ্যে দেখাগেছে, সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নে মাইকিং করে আমচাষীদের সদস্য ফরম সংগ্রহের জন্য আহবান করেছেন উপজেলা আমচাষী কমিটির আহবায়ক মোতাহার হোসেন চৌধুরী।
পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে সদস্য সংগ্রহের জন্য অস্থায়ী অফিস কার্যালয় মেইন রোড, রতন দেবনাথ বিষের দোকানের পার্শ্বে বিতরণ করা হচ্ছে । ১শত টাকা মূল্যে ছবি সহ প্রায় ১১শত ফরম সংগ্রহ করছে ফেলেছে বিভিন্ন গ্রামের আমচাষীরা বলে জানান কমিটির যু্গ্ম-আহবায়ক খন্দকার হাবিবুর রহমান।
তিনি আরও জানান সদস্য সংগ্রহ কার্যক্রম আগামী ৭ জুন পর্যন্ত চলবে,সেই সাথে যাচাই বাছাই করে প্রকৃত আমচাষীদের সদস্য নং সহ আইডি কার্ড বা প্রত্যয়ণ পত্র প্রদান করা হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।