আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সমানে রেখে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ পাটকেলঘাটার পাঁচ রাস্তার মোড়ে জনসভা করেন তালা-কলারোয়ায় সংসদীয় আসনে ডাব প্রতীকের প্রার্থী এ্যাডঃ ইয়ারুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ও বিএনপির দুঃশাসনে মানুষ আজ অতিষ্ঠ। তারা বিকল্প রাজনৈতিক নেতৃত্ব চায়। বাংলাদেশ কংগ্রেস বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কংগ্রেসকে এগিয়ে নেয়ার জন্য দেশপ্রেমিক ও নিষ্ঠাবান জনগণের প্রতি আহবান জানান তিনি।
সাতক্ষীরা জেলা কংগ্রেসের সদস্য সচিব মোঃ আদম আলীর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ন্যাপ'র সভাপতি হায়দার আলী শান্ত, সাতক্ষীরা সদর উপজেলা কংগ্রেসের আহবায়ক মুফতি মুহাদ্দিস মাওলানা আজিজুর রহমান, কলারোয়া উপজেলা কংগ্রেসের আহবায়ক ফিরোজ কামাল শিমুল, সাতক্ষীরা পৌর কংগ্রেসের আহবায়ক অধ্যাপক এএইচএম নাজমুস শাহাদাত, কেড়াগাছী ইউনিয়ন কংগ্রেসের আহবায়ক মাস্টার আতিয়ার রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ শেখ মোহাম্মদ আলতামুন, এ্যাডভোকেট খান কবির আহমেদ প্রমুখ।
এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, ক্ষমতার মসনদ দখল করতে মরিয়া বড় দুই দল। তারা দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। দেশ ও জনগণের স্বার্থ তাদের কাছে উপেক্ষিত। এই দুই দল মিলে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে।
ভোটাধিকার ধ্বংসের পেছনে ক্ষমতায় আরোহণকারী সব দলই দায়ী। স্বাধীন, শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে কাজ করেনি কোন সরকারই। ফলে স্বাধীনতার ৫২ বছরেও স্থায়ী নির্বাচন ব্যবস্থা গড়ে ওঠেনি দেশে এবং প্রতিটি নির্বাচনকে কেন্দ্র করে দেশে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নতুন আইন প্রনয়ণ করে নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেন তিনি।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com