রফিকুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ ৫ আসন ছাতক-দোয়ারা বাজারের সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, গণমানুষের নেতা কলিম উদ্দিন আহমেদ মিলন করোনার সংক্রমণে আক্রান্ত।
তিনি গত কয়েক দিন থেকে মৌসুমী জ্বরের প্রকোপে ভূগছিলেন। এরই মধ্যে আরও কিছু উপসর্গ দেখা দিলে গত ২৬ জুলাই তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা টেষ্ট করান এবং গতকাল বৃহষ্পতিবার রেজাল্ট পজেটিভ জানা যায়।
তবে তিনি শারীরিক ভাবে আগের থেকে সুস্থ আছেন। এখন পযর্ন্ত কোন সমস্যা হচ্ছে না তিনি স্বাভাবিক রয়েছেন এবং বাসায় হোম আইসোলেশনে আছেন।
আল হারামাইন হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার শাহেদ আহমদ এর তত্ত্বাবধানে বাসায় তার চিকিৎসা চলছে।
অসুস্থতাজনিত কারনে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি আপাতত সাইলেন্ট মোডে রাখা হয়েছে। সবাইকে ফোন না দেওয়া এবং বাসায় আপাতত ভিড় না করার জন্য অনুরোধ করা হয়েছে।
তিনি তার শুভাকাংখি, আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী সহ সর্বোপরি সকলের কাছে দোয়া চেয়েছেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com