রফিকুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি।
সিলেট বিভাগের বরেণ্য আলেমে দ্বীন, সুনামগঞ্জে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গর্বিতসন্তান, হাজার হাজার আলেম ও ক্বারিগণের উস্তাদ, ছাতক উপজেলার ঐতিহ্যবাহি দ্বীনি বিদ্যাপীঠ বুরাইয়া কামিল (এম.এ) মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক, উপমহাদেশের প্রখ্যাত ক্বেরাত প্রশিক্ষণ কেন্দ্র,দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট প্রধান কেন্দ্রের সম্মানিত উস্তাদ, সুনামগঞ্জ জেলা তালামীযের অর্থ সম্পাদক আবু হেনা ইয়াসিনের সম্মানিত পিতা, খলিফায়ে ফুলতলী (রহঃ) হযরত আল্লামা আব্দুল কাদির (ঘোড়াডুম্বুরী) হুজুর নামে খ্যাত অদ্য ০১-০৯-২০২০ ইংরেজি মঙ্গলবার সকাল ৬.৩০ মিনিটের সময় মহান মা'বুদে আ'লার ডাকে সাড়া দিয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনির বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ আজ বাদ আসর ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
এ দিকে মাওলানা, ক্বারি আব্দুল কাদির ঘোাড়াডুম্বরি হুজুরের মৃত্যুতে তিনির শুভাকাঙ্ক্ষী সহ বিভিন্ন মহলের পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করা হচ্ছে মহান রাব্বে কারিম যেনো চিরস্থায়ী ঠিকানায় তাকে জান্নাতের সু-উচ্চ মাকাম দান করেন সেই দোয়াটুকু সকলের।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com