রফিকুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি।
হবিগঞ্জ টু সিলেট রুটে যাত্রা শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বাস সার্ভিস। এই রুটে আপাততো ৬টি এসি বাস চলাচল করবে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে এই বাস সার্ভিস উদ্বোধন করেন।
এ সময় মন্ত্রী বলেন, আগামী জানুয়ারি মাসের সিলেট-ঢাকা চার লেন প্রকল্প একনেকে উত্থাপন করা হবে। এই প্রকল্পে এডিবি অর্থায়ন করবে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
বিআরটিসি সিলেট ডিপো ইনচার্জ জুলফিকার আলী জানান, পরীক্ষামূলকভাবে হবিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির এসি বাস চলাচল শুরু হয়েছে। এই রুটে আপাততো ৬টি বাস চালু চলবে। যাত্রীদের চাহিদা অনুপাতে বাস আরও বাড়ানো হতে পারে।
উদ্বোধনের পর সিলেট থেকে যাত্রী নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসছে একটি বাস।
অন্যদিকে, সিলেটের সাথে মৌলভীবাজার-শ্রীমঙ্গল রোডেও ৬টি বিআরটিসির এসি বাস যাত্রা শুরু করে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com