রফিকুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি, সিলেট।
সিলেট বিভাগীয় শাহজালাল বালু ও মাটি সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট সদর উপজেলার বৃহত্তর দশগ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট ব্যবসায়ি, সমাজসেবী মুহাম্মদ চমক আলী। এদিকে চমক আলী সিলেট বিভাগীয় বালু ও মাটি সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জ্ঞাপন করেছেন বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদ এর সভাপতি মিজানুর রহমান ময়না, সহসভাপতি মাস্টার নিজাম উদ্দিন, গৌরাঙ্গ মোহন তালুকদার, আব্দুল মতিন, রাজু আহমেদ সাজু, দিলোয়ার হোসেন, আশরাফুল হক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবুল, আব্দুর রহমান, ইকবাল হোসেন, হাফিজ মনসুর আলম, মোহন আহমদ, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমীন, সাংগঠনিক সম্পাদক, রাকিবুল হাসান, অফিস সম্পাদক কাওছার আহমদ, আব্দুল জলিল প্রমূখ। অভিনন্দন বার্তায় তারা বলেন চমক আলী একজন সামাজিক ব্যক্তিত্ব সমাজের উন্নয়নে তিনির অনেক সম্পৃক্ততা রয়েছে আমরা আশাবাদী তিনির সঠিক নেতৃত্বের মাধ্যমে শাহজালাল বালু ও মাটি সমবায় সমিতি এগিয়ে যাবে, চমক আলী সভাপতি নির্বাচিত হওয়ায় বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেছেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com