রফিকুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি
সিলেট অঞ্চলে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস ভয়ংকর রুপ ধারণ করেছে প্রতিদিন শনাক্তের সংখ্যা ও মৃত্যুর হার বেড়েই চলছে। সিলেটের করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ধারণক্ষমতার বেশি রোগী ভর্তি রয়েছেন। রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সগণ।
মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও বাড়তি রোগীর কারণে এক ক্যাবিনে রাখতে হচ্ছে একাধিক করোনা রোগীকে।
শামসুদ্দিন হাসপাতাল সূত্র থেকে জানা যায় শনিবার (১৭ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ১০৫ জন রোগী। আর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন ১৫ জন রোগী।
চিকিৎসকরা বলছেন, সিলেট অঞ্চলে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। সকলকে স্বাস্থ্য সচেতনতা ও গণসচেতনতা মানার মাধ্যমে বর্তমান ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
করোনাভাইরাসের (কোভিড–১৯) সংক্রমণ শনাক্ত হওয়া রোগী বৃদ্ধির করোনাভাইরাসের (কোভিড–১৯) সংক্রমণ শনাক্ত হওয়া রোগীদের পাশাপাশি সিলেটে গত কয়েক সপ্তাহ ধরে উপসর্গ নিয়ে মৃত্যু বাড়ছে। চিকিৎসকেরা বলছেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, করোনা সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার ফলাফল আসার আগেই মৃত্যু হচ্ছে। পাশাপাশি সিলেট বিভাগে গত কয়েক সপ্তাহ ধরে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। চিকিৎসকেরা বলছেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, করোনা সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার ফলাফল আসার আগেই মৃত্যুবরণ করছেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com