মো: রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকার যাত্রী স্বামী ও স্ত্রী প্রাণ হারিয়েছেন।
সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকার যাত্রী স্বামী ও স্ত্রী প্রাণ হারিয়েছেন। সোমবার সন্ধ্যায় সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বড়ধামাই গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুস সবুর মিয়া (২৭) ও তাঁর স্ত্রী রাহেনা আক্তার (২২)। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছে। তাঁদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই প্রাইভেটকারের যাত্রী।
পরিবর্তনের নিউজ পড়ুন Google News - এ
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com