সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন
হেলাল উদ্দিন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি বাজারের পূর্ব পার্শে একটি মালবাহী রড বোঝাইকৃত ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বাড়ির উপরে উঠে পড়ে। এতে ট্রাক চাপায় ঘরে ঘুমিয়ে থাকা নাসিম উদ্দিন রাজিব (২০) নামের এক শিক্ষার্থী নিহত হয়।নিহত শিক্ষার্থী মহিষলুটি গ্রামের রইচ উদ্দিনের ছেলে ও উল্লাপাড়া গজাইল কলেজের ছাত্র। সোমবার (১৯ অক্টোবর) ভোর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. নুরুননবী জানান, ভোর রাতে ঢাকা থেকে রড বোঝাই একটি ট্রাক নাটোর যাওয়ার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক সংলগ্ন রইচ উদ্দিনের বাড়ির একটি ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ঘুমিয়ে থাকা তার ছেলে কলেজ শিক্ষার্থী নাসিম উদ্দিনকে চাপা দিলে সেখানেই সে নিহত হয়। তিনি আরো জানান এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করবেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।