বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
হেলাল আহম্মেদ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ,সলঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকাল ১১ টায় ঢাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে রাফিত মান্নান লেলিন। আব্দুল মান্নান তালুকদার উক্ত আসন থেকে চার বার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। রায়গঞ্জ উপজেলার ধুবিল গ্রামে তিনি জন্মগ্রহন করেন। আব্দুল মান্নান তালুকদার এলাকায় জনপ্রিয় একজন নেতা ছিলেন।
পরিবর্তনের নিউজ পড়ুন GOOGLE NEWS – এ
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স ম আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুলসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।