শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন
হেলাল উদ্দিন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিং -এর মাধ্যমে আগামী ২৯ নভেম্বর-২০২০ তারিখ সকালে যমুনা নদীর উপর দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তুর স্থাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২নভেম্বর) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেলপথ মন্ত্রণালয়ের মাননীয়মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ যমুনানদীর পশ্চিম পাড় ভেন্যুতে পূর্বপাড় টাঙ্গাইল আগামী ২৯ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবন হতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যমুনা নদীর উপর বঙ্গবন্ধুশেখ মুজিব রেলওয়ে সেতুর কাজের ভিত্তি প্রস্তুর স্হাপনের মাধ্যমে কাজের শুভ উদ্বোধন ঘোষনা করবেন। ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ কার্যক্রমের সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, এ রেললাইন ডুয়েলগেজ এই রেলসেতুটি পূর্ণাঙ্গ ভাবে বাস্তবায়নের সময় সীমা আগামী ২০২৪ সাল পর্যন্ত নির্মাণ কাজ করা হবে। এতে ব্যয় হবে ১৬ হাজার ৭ শত ৮০ কোটি টাকা । জিওপি এবং জাইকার প্রকল্পের সাহায্যে এ রেলওয়ে সেতু নির্মাণের মাধ্যমে পূর্ব ও পশ্চিম অঞ্চল মানুষের নতুনভাবে সৌহার্দ্য সেতু বন্ধনে সংস্কৃতির ঐতিহাসিক মাইল ফলক সৃষ্টি করবে। এছাড়াও ব্যবসা -বাণিজ্যর ক্ষেত্রে আদান-প্রদানের বিশেষ ভূমিকা রাখবে। দেশ উন্নয়ন বহির্দেশের বাণিজ্য পণ্যর আদান- প্রদানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।