সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
হেলাল উদ্দিন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় রেললাইনে বসে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১১ডিসেম্বর) বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী আছিনূর খাতুন (৩৮) ও তার বোনের মেয়ে কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের নূপুর খাতুন (১৬)।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, আছিনূর খাতুন তার বোনঝি নূপুরকে নিয়ে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় রেলসড়কের উপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ট্রেন তাদের ধাক্কা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই মারা যান আছিনূর খাতুন। গুরুতর আহত হন নূপুর। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরেই মৃত্যুবরণ করেন তিনি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।