সোমবার( ৭ আগস্ট) বেলা ১২ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত প্রস্তুতিমূলক সভার সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ রায়হান কবির। তিনি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত সকল নিয়ম কানুন উপস্থাপন করেন।
উক্ত পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান পরীক্ষা পরিচালনা সংক্রান্ত সকল বিষয় উল্লেখ পূর্বক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
এসময়ে পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার ,
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরাগ সাহা, সিভিল সার্জন এর প্রতিনিধি , বিদ্যুৎ অফিসের প্রতিনিধি , জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি মাকসুদা পারভিন, সহকারী পরিদর্শক , সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা ও ৫৮টি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
জানা যায় যে, আগামী ১৭ই আগস্ট হতে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষায় সিরাজগঞ্জ জেলায় এ বছর ৫৮ টি কেন্দ্রে ৩৩৬৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com