হেলাল উদ্দিন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক ঘটনায় এক বৃদ্ধা নারীসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরের দিকে উপজেলার পাঙ্গাসি ইউনিয়নের বেঙনাই ও ধানগড়া ইউনিয়নের বেতুয়া গ্রাম তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতেরা হলো, ব্রক্ষগাছা ইউনিয়নের মৃত আমজাদ হোসেনের স্ত্রী রহিমা বেগম (৬৭) ও একই উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া গ্রামের মধু সেখের ছেলে সবজি বিক্রেতা জসিম উদ্দিন (৫৫)।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ শহিদুল ইসলাম জানান, অর্থনৈতিক লেনদেনকে কেন্দ্র করে সোমবার (২৮ জুন) রাতে ডেকে নিয়ে শ্যালককে জিম্মি করে জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসি ইউনিয়নের বেংনাই গ্রামের ছমির আলী। মঙ্গলবার (২৯ জুন) সকালে ছমিরের বৃদ্ধা শ্বাশুড়ি রহিমা বেগম ছেলেকে ছাড়িয়ে আনার জন্য মেয়ের বাড়িতে যান। এ সময় জামাই ছমিরের সাথে তার ঝগড়া হয়। এরই একপর্যায়ে জামাইয়ের লাঠির আঘাতে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
অপরদিকে, সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি জসিম উদ্দিন। মঙ্গলবার সকালে বাড়ির পাশের ঝোপ-ঝাড়ের একটি গাছে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। দুপুরের দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com