রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
হেলাল উদ্দিন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ পৌরসভাধীন ইবিরোডস্থ নবদ্বীপ পুল সংলগ্ন মোঃ মনিরুজ্জামান মন্টু এর নবনির্মিত পাঁচতলা ভবনের ছাদের প্যারা মিডের কাজ করতে যেয়ে তিন ইমারত শ্রমিক ছাদ হতে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়েছেন।
রোবরাব (২৭ ডিসেম্বর -২০২০) সকাল সাড়ে ৯ টার দিকে ওই বাসায় নির্মাণ কাজ করা কালে ৩ নির্মাণ শ্রমিক ছাদের প্যারামিড ওয়াল ভেঙে দক্ষিণ-পশ্চিম পার্শ্বের মোঃ ফিরোজ আলম সবুজের একটি টিনসেড ওয়ালকরা ঘরের চাল ভেঙে পড়ে যেয়ে গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকদেরকে স্থানীয় এলাকাবাসীরা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যান। মুমূর্ষু ২ জন শ্রমিককে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন ।
এলাকাবাসী ও সরজমিনে গিয়ে জানা যায় যে,, মনিরুজ্জামান মন্টু’র পাঁচ তলা ভবন নির্মাণের নিরাপত্তার কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বহুবার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী ও প্রতিবেশী পরামর্শ দিলেও তা গ্রহণ করেনি। স্থানীয়দের অভিমত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করার কারণে ও দ্রুুত কাজ শেষ করা তাগিদে অদক্ষ শ্রমিক দিয়ে কাজ করায় এই দূর্ঘটনা ঘটছে। প্রতিবেশী ফিরোজ আলম সবুজ জানান, সকালে আমি আমার ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ বিকট আওয়াজের শব্দ শুনে দোকান থেকে বেরিয়ে এসে দেখি তিনটি রুমের টিনের চালা ভেঙে তিনজন নির্মাণ শ্রমিক গুরুত্বর আহত হয়ে কাতরাচ্ছেন। স্হানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়। সবুজ আরো জানান, চালের টিন ভেঙে আমার ব্যবহিত প্রয়োজনীয় টেবিল, সোকেজ, ফ্রিজ, ফ্যান সহ অন্যান্য আসবাব পত্র ভেঙে চুর্মার হয়ে যায়। তবে ভাগ্য ক্রমে আমার পরিবারের কেউ হতাহত হয়নি । এ ঘটনায় প্রায় চার লাখ টাকার মত ক্ষয়- ক্ষতি হয়েছে। এ দূর্ঘটনার সংবাদ পেয়ে সদর থানার এস, আই আনিসুুর রহমান দূর্ঘটনা কবলিত স্হান পরিদর্শন করেন। এবং সদর উপজেলার ইমারতও সড়ক নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্য্যকরি সদস্য সভাপতি জেলহোসেন বাবুু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সেখ ঘটনাস্হল পরিদর্শন করেন। তারা জানান, আহত শ্রমিকেরা সদর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।