হেলাল উদ্দিন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের ১০ জনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে সিরাজগন্জ-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা বাজারের ২০০ গজ পশ্চিমে পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে।
তাড়াশ থানা ইনচার্জ মোঃ ফজলে আশিক আজ (বৃহস্পতিবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাস রাজশাহীর দিকে যাচ্ছিলো। ১১টার দিকে খালকুলা বাজার পেট্রোল পাম্পের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এদিকে সংঘর্ষের পর পেছন থেকে আরেকটি ট্রাক এসে ১ম ট্রাকটিকে ধাক্কা দেয় ফলে ট্রাকটির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। এতে প্রায় ২০ জন যাত্রী আহত হয়। আহতদের ১০ জনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহতদের সিরাজগঞ্জ সদর শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় পুলিশ বাস ও ট্রাকটিকে আটক করেছে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com