রাজশাহী প্রতিনিধি নূরুন নবী :
২৮ ডিসেম্বর ২০২৩ তারিখ সময় ১৬.৩০ ঘটিকায় রাজশাহী জেলার দিঘলকান্দি নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ফেন্সিডিল-১৪৬ বোতল উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ লালচাঁন আলী (২৫), পিতা-মোঃ রায়হান আলী, সাং-ইছলাবাড়ী, ইউপি-১নং ইছলাবাড়ী, থানা-নাটোর সদর, জেলা-নাটোর’কে আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ১নং বানেশ্বর ইউপির দিঘলকান্দি গ্রামস্থ দিঘলকান্দি পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন পাঁকা রাস্তার উপর ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল দিঘলকান্দি পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন পাঁকা রাস্তার উপর র্যাবের টিম ০১ জন ব্যক্তি’কে তার সাথে থাকা কার্টুনসহ আটক করে। পরবর্তীতে কার্টুনের ভিতর থেকে উক্ত ফেন্সিডিল উদ্ধার করে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com