অনলাইন ডেস্কঃ ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) থেকে ৩৮টি মোরগ চুরি হয়েছে। ওই মোরগগুলো গবেষণার জন্য রাখা হয়েছিল। আজ সোমবার বিএলআরআইয়ের তিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, এই চুরির ঘটনায় আজ বিএলআরআইয়ের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি। প্রতিষ্ঠানটির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ঈদের আগের দিন রাতে ৩৮টি মোরগ চুরি হয়। সেগুলো ছিল রোড আইল্যান্ড রেড ও হোয়াইট লেগহর্ন জাতের। ওই শেডে ৩০০টি মোরগ ছিল। সেগুলো গবেষণার কাজে ব্যবহার করা হচ্ছে।
চুরির বিষয়টি কীভাবে ধরা পড়ল, তা ব্যাখ্যা করে ওই কর্মকর্তা বলেন, ঈদের দিন বিকেলে খাবার দেওয়ার সময় শেডে থাকা মোরগের সংখ্যা কম মনে হয়। তখন তাঁরা চুরির বিষয়টি ধরতে পারেন।
এ বিষয়ে কথা বলতে বিএলআরআইয়ের মহাপরিচালক এস এম জাহাঙ্গীর হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হলেও সাড়া মেলেনি।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com